দক্ষীন বাংলার অন্যতম শ্রীমন্ত নদীরতীরে গড়ে উঠা বাংলদেশের একটি সৌন্দর্যমন্ডীত ঐতিহ্যবাহী অঞ্চল হলো পদ্রীশিবপুর ইউনিয়ন। প্রায় দু’শত বছর আগে ব্যবসাহিক ও ধর্ম প্রচারের উদ্দেশ্যে মিশনারী খ্রীষ্টান পাদ্রীদের আগমন ঘটে এ অঞ্চলে। সে থেকেই এই ইউনিয়নের নাম হয়ে ওঠে পাদ্রীশিবপুর। কাল পরিক্রমায় আজ পদ্রীশিবপুর ইউনিয়নশিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহবিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা সমুজ্জ্বল।